উপজেলা থেকে চলতি বছরে ইউরোপে আম এবং মধ্যপ্রাচ্যের দেশ সমূহে ড্রাগন ফল রপ্তানী হয়েছে।
উপজেলায় সমলয়ে ধান চাষ ও সমলয়ে সরিষা চাষ সম্প্রসারণ।
সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে ২০২১-২২ চালের উৎপাদন ১,২৫,২৩১ ও ২০২২-২৩ অর্থবছরে চালের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ১,৩৪,০১৫ মে.টন এবং মোট খাদ্য শস্যের (চাল+গম+ভূট্টা) উৎপাদন ১,৫৭,৮০৭ মে. টন।
জমিতে জৈব সার প্রয়োগ উৎসাহিতকরণে ১২,২০৩ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং কৃষকের বসতভিটার ৯,৫৬৪ টি খামারজাত সারের স্তুপ স্থাপন ও ৩,৮৩৬ টি ভার্মিকম্পোস্ট স্তুপ স্থাপন।
মুজিবর্ষে পারিবারিক পুষ্টি বাগান চাষ বৃদ্ধি ৭৬০টি বসতবাড়ী ভিটায়।
বালাইনাশকের দোকান পরিদর্শন বছরের গড় ৬৫০টি দোকান।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ৪৮০০০ জনকে প্রশিক্ষণ প্রদান।
আধুনিক জাত ও প্রযুক্তি সম্প্রসারণে ১০০০টি প্রদর্শনী স্থাপন।
কৃষক পর্যায়ে জৈব ও রাসায়নিক সারের সুষম ব্যবহার নিশ্চিত করণ।
জৈব ও ভার্মি কম্পোষ্ট উৎপাদনে ২০০ জন উদ্যোক্তা সৃষ্টি।