Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ


  • উপজেলা থেকে চলতি বছরে ইউরোপে আম এবং মধ্যপ্রাচ্যের দেশ সমূহে ড্রাগন ফল রপ্তানী হয়েছে।
  • উপজেলায় সমলয়ে ধান চাষ ও সমলয়ে সরিষা চাষ সম্প্রসারণ।
  •  সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে ২০২১-২২ চালের উৎপাদন ১,২৫,২৩১ ও ২০২২-২৩ অর্থবছরে চালের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ১,৩৪,০১৫ মে.টন এবং মোট খাদ্য শস্যের (চাল+গম+ভূট্টা) উৎপাদন ১,৫৭,৮০৭ মে. টন।
  •  জমিতে জৈব সার প্রয়োগ উৎসাহিতকরণে ১২,২০৩ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং কৃষকের বসতভিটার ৯,৫৬৪ টি খামারজাত সারের স্তুপ স্থাপন ও ৩,৮৩৬ টি ভার্মিকম্পোস্ট স্তুপ স্থাপন।
  •  মুজিবর্ষে পারিবারিক পুষ্টি বাগান চাষ বৃদ্ধি ৭৬০টি বসতবাড়ী ভিটায়।
  •  বালাইনাশকের দোকান পরিদর্শন বছরের গড় ৬৫০টি দোকান।
  •  আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ৪৮০০০ জনকে প্রশিক্ষণ প্রদান।
  •  আধুনিক জাত ও প্রযুক্তি সম্প্রসারণে ১০০০টি প্রদর্শনী স্থাপন।
  •  কৃষক পর্যায়ে জৈব ও রাসায়নিক সারের সুষম ব্যবহার নিশ্চিত করণ।
  •  জৈব ও ভার্মি কম্পোষ্ট উৎপাদনে ২০০ জন উদ্যোক্তা সৃষ্টি।